অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

ফাইল ফটো

করোনার প্রকোপে চারদিক টালমাটাল। সেই প্রকোপ ছড়িয়ে গেছে ক্রিকেট মাঠেও। যার কবল থেকে রক্ষা পায়নি ভারতও। ফলে বাধ্য হয়ে এক অদ্ভূত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের খেলার অনুমতি দিয়েছে তারা।

অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিকে সামনে রেখে খেলোয়াড়দের হাড় পরীক্ষা করেছিল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো। সেখানে হাড় পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রায় ৬০ জন খেলোয়াড়ের বয়সের সীমা ১৬ দশমিক ৫ বছর পার হয়ে গেছে। এমন অবস্থায় পরিস্থিতিকে (করোনা) দায়ী করেছেন বিসিসিআই গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ধিরাজ মালহোত্রা।

অ্যাসোসিয়েশনগুলোকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘আমরা ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে বিজয় মার্চেন্ট ট্রফি আয়োজন করতে যাচ্ছি। সাধারণত এ টুর্নামেন্টটি প্রতি বছর সেপ্টেম্বরে হয়। তবে এবার করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গেল।’

বুধবার (২৯ ডিসেম্বর) দেওয়া চিঠিতে তিনি আরও বলেন, ‘এ টুর্নামেন্টকে সামনে রেখে আমরা হাড় পরীক্ষা করেছি (বয়স নির্ণয়)। যার উপর ভিত্তি করে খেলোয়াড়দের যোগ্যতা নির্ধারণ করা হয়। যেটা টুর্নামেন্ট শুরুর ২ মাস আগে করা হয়। তবে এবার চার মাস বিলম্বিত হওয়ায় সীমারেখা অতিক্রম করেছে।’

মালহোত্রা জানান, হাড় পরীক্ষায় সীমা অতিক্রম করা ৬০ জন বেশি বয়সী খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, ‘এ চার মাসের বিলম্বের জন্য তাদের কোনো দোষ নেই। তারা ২০২১-২২ বিজয় মার্চেন্ট ট্রফিতে অংশগ্রহণ করার যোগ্য।’

২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি। করোনার কারণে গত বছর ভারতের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

বাংলাদেশ ভাগ্যবান, কারণ মাশরাফি-সাকিব : রোডস

বাংলাদেশ ভাগ্যবান, কারণ মাশরাফি-সাকিব : রোডস