লিটন-মমিনুলের ব্যাটে লিড নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ০৩ জানুয়ারি ২০২২
লিটন-মমিনুলের ব্যাটে লিড নিলো বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুই টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। শান্ত-জয়ের পর দলকে এবার এগিয়ে নিচ্ছেন অধিনায়ক মমিনুল হক এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এই দুজনের ব্যাটে ভর করে তৃতীয় দিনের চা বিরতির পরপরই তৃতীয় সেশনে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা রান টপকে গেছে টাইগাররা।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২১ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। চা বিরতির পর এসে পঞ্চম ওভারেই ব্যবধান সমান করে আনে বাংলাদেশ।

কিউই পেসার টিম সাউদির করা ১২৪তম ওভারের শেষ বলটা ঠেলে দিয়ে লিটন দাস দুই রান নিতেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছেন লিটন-মমিনুল জুটি। তাতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে হারিয়ে ৩৪৮ রান।। লিটন দাস ৭০ ও মুমিনুল ব্যাট করছেন ৮২ রানে। বাংলাদেশ এগিয়ে আছে ২০ রানে।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই নেইল ওয়াগনারের বলে প্যাভিলিয়নে ফিরে যান আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয়। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন আরো ৮ রান। ৭৮ রানে জয়ের বিদায়ে ক্রিজে নেমেছিলেন মুশফিকুর রহিম।

তবে তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি কিউই পেসারদের সামনে।। ৫৩ বল খেলে ১২ রান করার পর ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে যান।

মুশফিক আউট হওয়ার পর ক্রিজে আসেন লিটন দাস। জুটি বাঁধেন মুমিনুল হকের সঙ্গে। এরপর কিউই বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দু’জন মিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ইনিংস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

মেসিসহ পিএসজির পাঁচজন করোনা আক্রান্ত

মেসিসহ পিএসজির পাঁচজন করোনা আক্রান্ত

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ