মেসিসহ পিএসজির পাঁচজন করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ জানুয়ারি ২০২২
মেসিসহ পিএসজির পাঁচজন করোনা আক্রান্ত

বিশ্বব্যাপী আবারও ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস ক্রমেই থাবা বসাচ্ছে ক্রীড়া জগতে। মরণব্যাধী এ ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনা ও পিএসজি তারকা লিওসেল মেসি। শুধু তাই নয়, মেসি ছাড়া পিএজির আরও চারজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) পিএসজি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বলা হয়, শীতকালীন বিরতির সময় এবং প্রশিক্ষণ শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা হলে পাঁচজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে চারজন খেলোয়াড় এবং একজন ক্লাব কর্মী। তারা সবাই বর্তমানে কোভিড-১৯ প্রোটোকলের অধীনে রয়েছেন।

পিএসজির পক্ষ থেকে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা না হলেও ইউরোপীয়ান গণমাধ্যমগুলোতে নিশ্চিত করা হয়েছে যে, ওই চারজন ফুটবলারের মধ্যে লিওনেল মেসি একজন।

শীতকালীন এবং বড়দিনের ছুটি কাটাতে সম্প্রতি নিজ দেশ আর্জেন্টিনায় গিয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সেখানে থেকে ফেরার পর মাঠের অনুশীলনে নামার আগে তার করোনা পরীক্ষা করা হয়।

এদিকে, চার ফুটবলারের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হলেও শঙ্কার কিছু নেই বলে জানানো হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তবে করোনা প্রোকোটল অনুযায়ী সবার কাছ থেকে আলাদা রেখে আইসোলেসনে রাখা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

মেসি-এমবাপের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে পিএসজি

মেসি-এমবাপের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে পিএসজি

মেসির হাতে ব্যালন ডি’অরের সপ্তম পুরস্কার

মেসির হাতে ব্যালন ডি’অরের সপ্তম পুরস্কার

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন