বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত পাকিস্তানিদের মনে এই আক্ষেপটা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ঘুচে গেছে সেই আক্ষেপ। প্রথমবারের মতো ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান।

সেই সুখস্মৃতি মনে করেই ভারতকে আরেকবার হারানোর অগ্রিম হুমকি দিয়ে রাখলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে আইসিসি। সেখানেই দেখা যাচ্ছে, সুপার টুয়েলভেই আরেকবার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

শোয়েব মনে করেন, আরব আমিরাতের মাটিতে ভারতকে উড়িয়ে দেয়ার ধারা এবারও অব্যাহত রাখবে পাকিস্তান। ভারতকে সাধারণ দল বলেও আখ্যা দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

শোয়েব বলেন, ‘মেলবোর্নে আমরা আবারও ভারতকে হারাবো। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত থেকেও অনেক ভালো দল পাকিস্তান। যখন উভয় দল ক্রিকেট মাঠে খেলতে নামে তখন ভারতীয় মিডিয়াই তাদের দলের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। ভারতের পরাজয় সাধারণ ঘটনা।’

২০২২ টি টোয়েন্টি বিশ্বেকাপে গ্রুপ ‘বি’ তে ভারত-পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশও। এশিয়ার তিন দলের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল নির্ধারণ হবে প্রথম রাউন্ড পর্ব শেষ হওয়ার পর।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ শুরু হবে ২৩ অক্টোবর মেলবোর্নে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর হোবার্টে। প্রথম ম্যাচে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্স-আপের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :