ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন রোচ-বোনার-কিং 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন রোচ-বোনার-কিং 

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজে দলে ফিরেছেন পেসার কেমার কোচ। এছাড়াও ফিরেছেন এনক্রুমাহ বোনার এবং ব্রেন্ডন কিং। আড়াই বছর পর ওয়ানডে ফরম্যাটে জায়গা করে নিয়েছেন রোচ এবং কিং।

ঘরের মাঠে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ খেলছে উইন্ডিজরা। এ সিরিজ শেষ করেই ভারতের উদ্দেশ্যে রওয়ানা করবে তারা। এ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা না করলেও পোলার্ডকে অধিনায়ক করে ওয়ানডে স্কোয়াড জানিয়ে দিয়েছে উইন্ডিজ বোর্ড।

নতুন নির্বাচক ডেসমন্ডস হেইন্সের অধীনে প্রথম বিদেশ সফর করবে ক্যারিবিয়ানরা। এ সিরিজে দলে ডাক পাননি নতুন কোনো মুখ। বরং অভিজ্ঞদের উপরই আস্থা রেখেছে।

২০১৯ সালের সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন কেমার রোচ। এরপর থেকে টেস্ট দলে নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে সুযোগ পাচ্চিলেন না। আবারও ফিরলেন ওয়ানডে দলে।

একই বছরে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন ব্যাটার ব্রেন্ডন কিং। এছাড়াও এক বছরের বিরতির পর দলে ফিরেহেন এনক্রুমাহ বোনার। ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরের দলে খেলেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, অকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

সিপিএলে জ্যামাইকার হেড কোচ চন্দরপাল

সিপিএলে জ্যামাইকার হেড কোচ চন্দরপাল

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন