চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

জো রুট-বিরাট কোহলি, সময়টা দু’জনের জন্য খারাপ যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানও পাচ্ছেন না তারা। এছাড়া অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি দু’জনের কেউই। গত বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক থাকলেও অধিনায়ক হিসেবে দলকে মাত্র চারটি টেস্টে জয় এনে দিতে পেরেছেন রুট। আর রান খড়ায় দীর্ঘদিন ধরেই ভুগছেন কোহলি।

অধিনায়কত্বের ইস্যুতে ইতিমধ্যে বহু নাটকে হিরো-ভিলেন, দুই চরিত্রে ছিলেন কোহলি। তবে এসবের মাঝেও রুট-কোহলিকে নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, অধিনায়ক হিসেবে মোটেও ভালো নয় রুট। রুটের চেয়ে অধিনায়ক হিসেবে বহুগুণে গুনান্বিত কোহলি। কোহলিকে ‘ব্যতিক্রমী’ অধিনায়ক হিসেবেও অভিহিত করেছেন চ্যাপেল।

রুট-কোহলিকে নিয়ে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে লেখা কলামে চ্যাপেল বলেন, ‘আপনাদের দু’জন অধিনায়কের কথা বলি। একজন দারুণ কাজ করেছে, আর একজন ব্যর্থ। কোহলি যে অধিনায়ক হিসেবে ব্যতিক্রমী, সেটা নিয়ে কোন সন্দেহই নেই। খেলার সম্পর্কে আগ্রহ একফোঁটা না কমিয়ে দলকে দারুণ ভাবে পরিচালিত করেছে। আজিঙ্কা রাহাণের মতো সহ-অধিনায়কের সাহায্যে ভারতকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা এর আগে আর কোনও অধিনায়ক পারেনি।’

তিনি বলেন, ‘বিদেশের মাটিতে তার সেরা দুই সাফল্য হলো- ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে এবং ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়। আর ঘরের মাঠে তার দল কার্যত অপরাজেয় ছিল। মাত্র ৩১ টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরেছে তারা।’

ভারতের দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন কোহলি, সেটিও জানান চ্যাপেল। তিনি বলেন, ‘গাঙ্গুলি এবং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে কোহলি সাত বছর তিলে তিলে দলটাকে গড়েছে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হার তার জীবনের সব থেকে হতাশাজনক মুহূর্ত। সেটিও আবার প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে থাকার পর। তবে টেস্টে দলকে সবার উপরে তুলে নিয়ে যাওয়া কোহলির জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

ভারত দলকে টেস্ট ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে গড়ে তোলাই কোহলির নেতৃত্বের সবচেয়ে সফল দিক বলে মনে করেন চ্যাপেল। বলেন, ‘সব সংস্করণেই সাফল্য আছে তার। তবে কোহলির বড় লক্ষ্য ছিল টেস্টে দলকে সেরা সাফল্য এনে দেওয়া। এটা ঠিক, কোহলি খুব শক্তভাবে দল পরিচালনা করেছে। কিন্তু তারা প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলতে চাইতো এবং জয়ের জন্য উন্মুখ থাকতো।’

ইংল্যান্ডের রুটকে অধিনায়ক হিসেবে ব্যর্থ বলে চ্যাপেল বলেন, ‘অধিনায়ক হিসেবে রুট ব্যর্থ। বাকিদের থেকে অনেক বেশিবার দেশকে নেতৃত্ব দিয়েও ব্যর্থ সে। রুট নিজে বা ইংলিশ ক্রিকেট ভক্ত যাই বলুক না কেন, আমি বলবো- রুট ভালো ব্যাটার কিন্তু খারাপ অধিনায়ক।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জো রুট

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জো রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট