ইংলিশদের অন্তবর্তীকালীন কোচ কলিংউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ইংলিশদের অন্তবর্তীকালীন কোচ কলিংউড

অ্যাশেজের ভরাডুবির দায়ভার নিয়ে ইংল্যান্ড দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস সিলভারউড। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংলিশদের হেড কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার পল কলিংউড।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ব্যর্থতার বৃত্তেবন্দি ছিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছে থ্রি লায়নসরা। এক ম্যাচেও গড়তে পারেনি প্রতিদ্বন্দ্বীতা।

এরপরেই সিলভারউডের পদ নিয়ে টানাটানি শুরু হয়। তবে তাকে বরখাস্ত করার আগেই পদত্যাগ করেছেন তিনি। এরপর থেকেই নতুন কোচ হিসেবে কে দায়িত্ব নিবেন তা নিয়ে চলছে গুঞ্জন। এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পল কলিংউডকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে ইসিবি।

এর আগে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন কলিংউড। এছাড়াও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ইংলিশদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ইংল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব পেয়ে কলিংউড বলেন, ‘ক্যারিবিয়ান সফরের জন্য টেস্ট দলকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে সত্যিই উত্তেজিত আমি। শুরু করতে তর সইছে না আমার। অ্যাশেজে হতাশার পরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ আমাদের পুনর্গঠনের সুযোগ দিচ্ছে।’

ক্রিস সিলভারউড চাকরি ছাড়লেও নিজের পদ বাঁচাতে পারেননি ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস। ইসিবিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। দায়িত্ব নিয়েই জানিয়েছেন, জো রুটকেই টেস্ট দলের অধিনায়ক হিসেবেই রাখবে ইংল্যান্ড বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলেদের পর নারীদের অ্যাশেজও অস্ট্রেলিয়ার দখলে

ছেলেদের পর নারীদের অ্যাশেজও অস্ট্রেলিয়ার দখলে

অ্যাশেজ ব্যর্থতায় পরিচালকের পর ইংলিশ কোচের পদত্যাগ

অ্যাশেজ ব্যর্থতায় পরিচালকের পর ইংলিশ কোচের পদত্যাগ

ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’