শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় জশ ইংলিশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় জশ ইংলিশ

টেস্ট ম্যাচ শুরুর আগের দিন একাদশ জানিয়ে দেওয়ার কাজটা হর হামেশাই করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বড় দলগুলো। এবার সে পথে হেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনই একাদশ জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের আশেপাশে আছেন জশ ইংলিশ। এরপরেও কাঙ্খিত সেই অভিষেক হচ্ছিলো না ইংলিশের। সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ ফর্মে ছিলেন। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডেও ছিলেন দারুণ ছন্দে। এর ফল স্বরুপ টি-টোয়েন্টি বিশ্বকাপের অজি স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন ইংলিশ। কিন্তু সব ম্যাচেই সাইড বেঞ্চে ছিলেন তিনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এ ম্যাচেই খেলবেন তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলে ৩০.৭২ গড়ে করেছেন ১৭৮২ রান। স্ট্রাইক রেট ১৪৯ দশমিক ৪৯। 

অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডরম্যাট, অ্যারন ফিঞ্চ, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন