ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

প্রায় তিন মাস পর নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন লকল্যান হেন্ডারসন। এতদিন অন্তবর্তীকালীন হিসেবে এ দায়িত্ব সামলেছিলেন রিচার্ড ফ্রেয়ডেনস্টাইন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারই) সিএ জানায়, সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকারের পর সর্বসম্মতিক্রমে হেন্ডারসনকে নিয়োগ দেওয়া হয়েছে। সকল রাজ্য ও অঞ্চলের প্রধানরা এই নিয়োগকে সমর্থন দিয়েছেন।

হেন্ডারসন বর্তমানে এপওয়ার্থ হেলথকেয়ারের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। ৩০ বছর ধরে হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। পাশাপাশি ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে সঙ্গে কাজ করার ব্যাপক অভিজ্ঞতাও রয়েছে তার।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা হেন্ডারসন রাজ্যটির স্টেট জুনিয়র ক্রিকেট খেলেছেন। ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে তার। 

ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০১৩ সাল থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোর্ডে ছিলেন তিনি। সেখানে দুই বছর দায়িত্বও পালন করেন। ২০১৮ সাল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।

সর্বশেষ চার বছরে চারবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চতুর্থবারের মতো বোর্ড প্রধান পরিবর্তন করলো সিএ। ২০১৮ সালে ডেভিড পিভারের পর ২০২১ সালের অক্টোবরে এই পদ থেকে সরে দাঁড়ান আর্ল এডিংস। এরপর থেকেই অন্তবর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করছিলেন ফ্রেয়ডেনস্টাইন।

প্রধানের পদ থেকে ফ্রেয়ডেনস্টাইনকে সরে দাঁড়াতে হলেও অস্ট্রেলিয়ান বোর্ডের পরিচালকদের একজন হিসেবে থাকবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

পাকিস্তান সফরে অজি স্কোয়াডে পরিবর্তন, নেসারের বদলি স্টিকিটি

পাকিস্তান সফরে অজি স্কোয়াডে পরিবর্তন, নেসারের বদলি স্টিকিটি

পাকিস্তানে সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল

পাকিস্তানে সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল

আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড

আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড