আফগানিস্তান সিরিজে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস, থাকছে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তান সিরিজে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস, থাকছে দর্শক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের বহু চেষ্টার পরও ডিআরএসের দেখা মিলেনি। ধারণা করা হচ্ছিলো আফগানিস্তান সিরিজেও ডিআরএস নিয়ে থাকতে পারে শঙ্কা। তবে সে শঙ্কা কাটিয়ে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর ইসলাম টিটু। শুধু তাই নয়, পুরো সিরিজেই দর্শক রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পনসর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিসিবি। সেই অনুষ্ঠানেই ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বিপিএলের প্লে অফে ডিআরএস রাখার চিন্তাভাবনা করেছিল বিসিবি। তবে টেকনিশিয়ানরা বাংলাদেশে পৌঁছাতে না পারায় তা সম্ভব হয়নি। কিন্তু আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর আহমেদ টিটু।

তিনি বলেন, ‘আমরা কনফার্ম করেছি, আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে। বিপিএল চলাকালীন ইক্যুইপমেন্ট চলে এসেছে। এখন লোকজনও চলে এসেছে।’

এদিকে বিপিএলের গ্রুপ পর্বে দর্শকবিহীন গ্যালারিতে খেলা হলেও প্লে অফে দর্শক রেখেছিল বিসিবি। এরই ধারাবাহিকতায় আফগানিস্তান সিরিজেও দর্শক রাখবে বিসিবি। এমনটাও নিশ্চিত করেছে তানভীর আহমেদ টিটু।

মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ঠিক কত সংখ্যক দর্শক প্রবেশ করতে পারবে তা নিশ্চিত করেননি তিনি। জানান, ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিবি। তবে শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ীই দর্শক প্রবেশ করতে দেওয়া হবে।

এ বিষয়ে তানভীর আহমেদ টিটু বলেন, ‘বিপিএলের সময় সরকার থেকে দর্শক প্রবেশের অনুমতি পেয়েছি। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক প্রবেশ করতে দেওয়ার চেষ্টা করবো। ধারণা পেয়েছি চট্টগ্রামে ৪-৫ হাজার আর ঢাকায় ৭-৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি পেতে পারি।’

এদিকে বিপিএলের সবসময় সাধারণ দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখেনি বিসিবি। বরং প্রবেশ করতে পেরেছিল ফ্রাঞ্চাইজির মাধ্যমে টিকিট পাওয়া দর্শকরা। তবে আফগানিস্তান সিরিজে বিসিবি নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট ছাড়বে বলে নিশ্চিত করা হয়েছে।

তানভীর আহমেদ বলেন, ‘বিপিএলের সময় আগের দিন জানতে পারছি, তাই ফ্রাঞ্চাইজির মাধ্যমে টিকিট দেওয়া হয়েছে। তবে এবার আগে জানতে পেরেছি। তাই এবার আগের মতো করেই টিকিট ছাড়া হবে।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি

বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত