এবার পিএসএল ছাড়লেন শেরফন রাদারফোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
এবার পিএসএল ছাড়লেন শেরফন রাদারফোর্ড

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বিদায় নিচ্ছেন একের পর এক বিদেশি ক্রিকেটার। অ্যালেক্স হেলস-জেমস ফকনারের পর এবার পিএসএল থেকে সরে দাঁড়ালেন ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফন রাদারফোর্ড। তার পিএসএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

পিএসএল শুরুর কয়েকদিন পরই অজানা কারণে দেশে ফিরে যান ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। এরপর পাওনা অর্থ না পাওয়ার অভিযোগ করে পিএসএল ছাড়েন অজি ক্রিকেটার জেমস ফকনার।

তবে অজানা কারণ কিংবা পাওনা অর্থ না পাওয়ার অভিযোগে নয়, পারিবারিক কারণে পিএসএল ছেড়েছেন শেফরন রাদারফোর্ড।

তবে এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। রাদারফোর্ড জানিয়েছেন ব্যক্তিগত কারণে ছেড়েছেন পিএসএল। এদিকে পেশোয়ার জালমি জানিয়েছে, পরিবারকে সময় দেওয়ার জন্য প্লে অফে খেলবেন না তিনি।

প্লে অফের আগে পেশোয়ার জালমি থেকে ছিটকে পড়েছেন আরেক বিদেশি ক্রিকেটার টিম কোহলার ক্যাডমোর। তিনি অবশ্য ইনজুরির কারণে পিএসএলের বাকি অংশে খেলতে পারবেন না।

এই দুই বিদেশি বদলি হিসেবে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল।

ব্যক্তিগত কারণ কিংবা বিভিন্ন অভিযোগে ক্রিকেটার পিএসএল ছেড়ে যাওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে পিএসএল নিয়ে অভিযোগ করায় জেমস ফকনারকে আজীবন নিষিদ্ধ করেছে পিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!