১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২২ এপ্রিল ২০১৮
১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

১৪ হাজার ইয়াবাসহ বাংলাদেশ আনসার দলের হয়ে খেলা এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। রোববার সকালে নগরের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে নাজনীন খান মুক্তা (২৩) নামের এ নারী ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

নাজনীন আনসার দলের ছাড়াও ভিডিপি ক্রিকেট দলের হয়ে ঢাকায় লিগে নিয়মিত খেলেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে গোপন তথ্যে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় নারী ক্রিকেটার পরিচয় দেয়া এক যাত্রীর ব্যাগে তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেছেন যে, কক্সবাজার থেকে মো. নাহিদ নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে সরবরাহ করতেন- জানান ওসি প্রণব কুমার।

জানা গেছে, গ্রেফতার নাজনীন খান মুক্তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি ঢাকার সেগুনবাগিচায় থাকেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আনসার ক্রিকেট দলের নিয়মিত সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির শিক্ষার্থী হলেও ক্লাস না করায় ভর্তি বাতিল করা হয়েছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সা

সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সা

ঢাকা আসছেন ভারতের প্রতিবন্ধী ক্রিকেটারা

ঢাকা আসছেন ভারতের প্রতিবন্ধী ক্রিকেটারা

বাদ পড়া প্রত্যেকে সমান সুযোগ পাবে : পাপন

বাদ পড়া প্রত্যেকে সমান সুযোগ পাবে : পাপন

ইনজুরির তালিকায় এবার মোসাদ্দেক

ইনজুরির তালিকায় এবার মোসাদ্দেক