অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের হার্ট অ্যাটাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের হার্ট অ্যাটাক

ক্রীড়াঙ্গনে হার্ট অ্যাটাকের খবর নতুন কিছু নয়। ফুটবল মাঠে এই ঘটনা অহরহ ঘটেছে। ক্রিকেট মাঠেও কম হয়নি। কিছুদিন আগেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলি। এবার আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রড মার্শ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়ার বুন্দাবার্গে হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মার্শ। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকলে দেরী না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অস্ট্রেলিয়ার স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বুন্দেবার্গে এক দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন মার্শ। সেখান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন অজি কিংবদন্তি। বর্তমানে মার্শের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমটি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মোট ১৪ বছরের এক দীর্ঘ ক্যারিয়ার মার্শের। এই সময়ে ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে খেলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

এক যুগেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারে টেস্টে ৩৬৩৩ রান করার পাশাপাশি ৩৪৩টি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার। শেফিল্ড শিল্ডে ১৫ মৌসুম খেলেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে।

১৯৮৪ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় কাজ করেছেন কোচ, ধারাভাষ্যকার হিসাবে। ছিলেন অস্ট্রেলিয়া দলের জাতীয় নির্বাচকও। ২০০৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে তার নাম অন্তর্ভূক্ত হয়। ২০০৯ সালে জায়গা পেয়েছেন আইসিসির হল অব ফেমেও।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলবেন, পাকিস্তান সিরিজকে ‘না’ অস্ট্রেলিয়া তারকাদের

আইপিএল খেলবেন, পাকিস্তান সিরিজকে ‘না’ অস্ট্রেলিয়া তারকাদের

পাকিস্তানিদের স্পিন জবাবে প্রস্তুত মার্নাস লাবুশেন

পাকিস্তানিদের স্পিন জবাবে প্রস্তুত মার্নাস লাবুশেন

পাকিস্তান সফরে স্পিন কোচ না পাওয়ার ‘শঙ্কায়’ অস্ট্রেলিয়া

পাকিস্তান সফরে স্পিন কোচ না পাওয়ার ‘শঙ্কায়’ অস্ট্রেলিয়া

নির্ভয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তান আসতে বললেন সাকলাইন

নির্ভয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তান আসতে বললেন সাকলাইন