পাকিস্তান সফরে স্পিন কোচ না পাওয়ার ‘শঙ্কায়’ অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তান সফরে স্পিন কোচ না পাওয়ার ‘শঙ্কায়’ অস্ট্রেলিয়া

দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপমহাদেশে সিরিজ খেলতে আসছে অথচ কোচিং প্যানেলে স্পিন কোচ থাকবে না বিষয়টি বিরল। সে ঘটনায় ঘটাতে যাচ্ছে  অস্ট্রেলিয়া দল। ধারণা করা হচ্ছে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে থাকবে না কোনো স্পিন কোচ।

ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জয়ের পরও নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ জ্যাস্টিন ল্যাঙ্গার। এরপর থেকেই অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

জ্যাস্টিন ল্যাঙ্গারের কোচিং প্যানেলের সবাই পদত্যাগ করলেও স্পিন বোলিং কোচ হিসেবে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন শ্রীধরন শ্রীরাম। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও দলের সাথে ছিলেন তিনি। এ সিরিজ শেষেই নিজ দেশ ভারতে ফিরে এসেছেন তিনি।

এদিকে পাকিস্তান সফরের জন্য অন্তবর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরিকে পেতে চাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সিএ’র দেওয়া এ প্রস্তাবে এখনও কোনো সাড়া দেননি তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করাতে বেশ অনাগ্রহী ড্যানিয়েল ভেট্টরি। মূলত করোনাভাইরাসের কারণে নিজ দেশ নিউজিল্যান্ডের কঠিন কোয়ারেন্টাইন বিধির কারণে অনাগ্রহী তিনি।

এদিকে ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়া দলের স্পিন গুরুর কাজ করছেন শ্রীধরন শ্রীরাম। এসময় অস্ট্রেলিয়ার উপমহাদেশ সফরের সবগুলোতেই কাজ করেছিলেন তিনি। 

শ্রীলঙ্কা সিরিজের আগে তার দেশে ফিরে আসা এবং ড্যানিয়েল ভেট্টরিকে এখনও নিয়োগ দিতে না পারায় আফগানিস্তান সফরে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে স্পিন কোচ না থাকার শঙ্কা তৈরি হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

নির্ভয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তান আসতে বললেন সাকলাইন

নির্ভয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তান আসতে বললেন সাকলাইন

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন