ঋদ্ধিমান-সাংবাদিক বিতর্কে বিসিসিআইয়ের তদন্ত কমিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ঋদ্ধিমান-সাংবাদিক বিতর্কে বিসিসিআইয়ের তদন্ত কমিটি

মাঠের ক্রিকেটে দারুণ ছন্দে আছে ভারতীয় দল। তবে এ সময় মাঠের ক্রিকেট নয়, বরং মাঠের বাইরের বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। মাঠের বাইরে ঋদ্ধিমান সাহার সাথে ঝামেলায় জড়িয়েছেন এক সাংবাদিক। সেই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা এবং চেতেশ্বর পূজারা। এরপরেই মুখ খোলেন ঋদ্ধিমান সাহা। জানান, কোচ রাহুল দ্রাবিড় তাকে অবসর নিতে বলেছেন।

এমনকি ঋদ্ধিমানের তোপ থেকে বাদ যাননি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং প্রধান নির্বাচক চেতন শর্মা। সেই সময়ই এই উইকেটরক্ষক ব্যাটারের সাক্ষাৎকার নিতে চান এক ভারতীয় সাংবাদিক।

তবে ঋদ্ধিমান সেই সাংবাদিকের দেওয়া বার্তার কোনো উত্তর দেননি। এতেই বাংলার এই ক্রিকেটার হুমকি দেন ওই সাংবাদিক। তিনি বলেন, ‘আমি কখনই তোমার সাক্ষাৎকার নিবো। আমি অপমান একদমই সহ্য করতে পারি না। এটা আমি মনে রাখবো।’

এ ঘটনার পর সাংবাদিকের নাম জনসম্মুখে প্রকাশ না করলেও  সেই বার্তার স্ক্রীনশট প্রকাশ করেন ঋদ্ধিমান। জনসম্মুখে সাংবাদিকের নাম প্রকাশ না করলেও তিনি বিসিসিআইয়ের কাছে তা প্রকাশ করেছেন।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ভারতীয় বোর্ড। এ বোর্ডের থাকছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধাক্ষ্য অরুণ সিং ধুমাল এবং বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়া।

এ কমিটি শুধু ঋদ্ধিমান-সাংবাদিক ইস্যু নয়, তদন্ত করবে ঋদ্ধিমানের কোড অব কন্ডাক্ট ভাঙার বিষয়েও। হয়তো এ কমিটির মুখোমুখি হতে হবে ঋদ্ধিমানকে। কমিটি কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দিবে সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিসিআইয়ের কাঠগড়ায় ঋদ্ধিমান সাহা!

বিসিসিআইয়ের কাঠগড়ায় ঋদ্ধিমান সাহা!

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ