অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান স্কোয়াডে নাসিম শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০২ মার্চ ২০২২
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান স্কোয়াডে নাসিম শাহ

দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক এই সফরের টেস্ট সিরিজের পাকিস্তান স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার হারিস রউফ। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার নাসিম শাহ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছিলেন হাসান আলি এবং ফাহিম আশরাফ। তাদের পর হারিস রউফও ছিটকে গেছেন স্কোয়াড থেকে। করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট মিস করবেন।

হাসান আলি এবং ফাহিম আশরাফের বদলি হিসেবে দলে ডাক পেয়েছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং ইফতিখার আহমেদ। এবার বদলি হিসেবে অস্ট্রেলিয়া সিরিজের দলে ঢুকলেন নাসিম শাহ।

করোনা আক্রান্ত হয়ে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে আছেন হারিস। প্রথম টেস্টে খেলতে না পারলেও পরের দুই টেস্টে খেলতে পারবেন। তবে এর আগে কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ হতে হবে তাকে।

পাকিস্তানের জার্সিতে এখনও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও টেস্ট খেলেছেন নাসিম। পাকিস্তানের হয়ে খেলা ৯ টেস্টে ৪২ দশমিক ৪৫ গড়ে শিকার করেছেন ২০ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার (৪ মার্চ) মাঠে নামবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের বাকি দুই টেস্টের ভেন্যু করাচি এবং লাহোর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

অস্ট্রেলিয়া সিরিজে বোলিং আক্রমণে ‘নেতাশূন্য’ পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজে বোলিং আক্রমণে ‘নেতাশূন্য’ পাকিস্তান

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা