ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন নাসিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন নাসিম

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে পঞ্চম ম্যাচের আগে আচমকাই অসুস্থ বোধ করেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করছে, সিরিজের বাকি দুই ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা।

এরপর জানা যায়, নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন নাসিম। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠতে সময় লাগবে নাসিমের।

এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তাকে আর পাচ্ছে না ইংল্যান্ড। এমনকি চলতি বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও অনিশ্চিত নাসিম।

চলতি বছরের ২ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সপ্তম ও শেষ ম্যাচ। ঠিক পরের দিনই নিউজিল্যান্ডের বিমানে উঠবে পাকিস্তান দল।

ফলে ওই ম্যাচে খেলতে না পারলে পরের দিন নিউজিল্যান্ডে দলের সঙ্গে যেতে পারবেন কিনা সেটা নিয়েও তাই অনিশ্চয়তা থেকে যাচ্ছে। 

ত্রিদেশীয় সিরিজে ৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচে একটিতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাবর আজমের দলের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

লড়াই করলেন মঈন, রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি পাকিস্তানের

লড়াই করলেন মঈন, রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি পাকিস্তানের

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন রিজওয়ান

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন রিজওয়ান

অনুজ্জ্বল সাকিব, ফাইনালে ওঠা হলো না গায়ানার

অনুজ্জ্বল সাকিব, ফাইনালে ওঠা হলো না গায়ানার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তির দল দিলো অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তির দল দিলো অস্ট্রেলিয়া