রকিবুলের পর শাহাদাত দিপুর সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২১ মার্চ ২০২২
রকিবুলের পর শাহাদাত দিপুর সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। দ্বিতীয় ইনিংসে রকিবুলকে ছাড়িয়ে পুরো আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন তরুণ শাহাদাত হোসেন দিপু। তার ব্যাটে ভর করেই লিজেন্ডস অব রুপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রুপগঞ্জ। শুরুতেই প্রাইম ব্যাংকের বোলিং তোপে পড়ে ২০ রানেই ফিরে যান রুপগঞ্জে উপরের তিন ব্যাটার।

এরপরেই দলের হাল ধরেন দুই অভিজ্ঞ নাঈম ইসলাম এবং রকিবুল হাসান। দুইজন মিলে গড়েন ২০০ রানের জুটি। দলীয় ২২০ রানে ব্যক্তিগত ৯১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন নাঈম ইসলাম। এ নিয়ে টানা তিন ম্যাচে নার্ভাস নাইন্টিজে আউট হন এই ক্রিকেটার।

নাঈম নার্ভাস নাইন্টিজে আউট হলেও সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি রকিবুল। তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রানে থামে লিজেন্ডস অব রুপগঞ্জের ইনিংস।

২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় এবং শাহাদাত হোসেন দিপু। দুইজন মিলে ২৫ ওভারে গড়ে তোলেন ১২৪ রানের জুটি। ব্যক্তিগত ৫৩ রানে এনামুল হক বিজয় ফিরলেও সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি শাহাদাত দিপু। শামীম পাটোয়ারীর মতো তিনিও ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন।

দিপু একপ্রান্ত আগলে রাখলেও বিজয়ের বিদায়ের পর বাকি ব্যাটাররা যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ। আর এতেই ৪ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের জয়ের নায়ক শাহাদাত দিপু ১৩১ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরে আসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী

খেলাঘরের বিপক্ষে ৮৬ রানের বড় জয় পেল গাজী গ্রুপ

খেলাঘরের বিপক্ষে ৮৬ রানের বড় জয় পেল গাজী গ্রুপ

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম 

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম