বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ানো জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২২
বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ানো জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজা। এরপরেই জানা গেল ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন এই ক্রিকেটার। এই কারণে নিষিদ্ধ হতে পারেন তিনি, এমনটাই জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

চলতি বছরের ১৭ জানুয়ারি তার নমুনা সংগ্রহ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে ফুরোসিমাইড নামক একটি নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। যদিও এটি শক্তিবর্ধক নয়, তবে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি ডোপিংয়ে নিষিদ্ধ দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়।

ফুরোসিমাইড তার শরীরে কিভাবে প্রবেশ করেছে, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জুবায়ের হামজা। এরপরেই আইসিসির সাথে আলোচনা করে স্বেচ্ছায় ক্রিকেট থেকে দূরে আছেন এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ।

ডোপ টেস্টে পজিটিভ আসায় জুবায়ের হামজাকে ক্রিকেট থেকে কতদিনের জন্য নিষিদ্ধ করা হবে, তা এখনও নিশ্চিত নয়। বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির নিষেধাজ্ঞা আসার আগে থেকেই স্বেচ্ছায় ক্রিকেট থেকে নির্বাসনে আছেন।

এছাড়াও ডোপ টেস্ট চলাকালীন আইসিসি, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টি ডোপিং এজেন্সিকে পূর্ণাঙ্গভাবে সহায়তা করেছেন জুবায়ের। এ কারণে হয়তো অল্প সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

২৬ বছর বয়সী জুবায়ের হামজা দক্ষিণ আফ্রিকা হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন। এছাড়াও খেলেছেন এক ওয়ানডে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডেও ছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন জুবায়ের হামজা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নয়, বাংলাদেশের বিপক্ষে খেলো: ডিন এলগার

আইপিএল নয়, বাংলাদেশের বিপক্ষে খেলো: ডিন এলগার

চুক্তিতে অনিয়ম, বোর্ডের বিরুদ্ধে ফিলান্ডারের মামলা

চুক্তিতে অনিয়ম, বোর্ডের বিরুদ্ধে ফিলান্ডারের মামলা

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল