১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৭ মার্চ ২০২২
১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ওপেনার এনামুল হক বিজয়। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে আবারও প্রমাণ করছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের হয়ে মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। খেলেছেন লিস্ট ‘এ’-তে এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

রোববার (২৭ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। পুরো ডিপিএল জুড়েই নিজের সেরা ছন্দে আছেন বিজয়। এরই ধারাবাহিকতায় এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন এই ক্রিকেটার।

ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের উপর বেশ চড়াও হয়ে খেলতে শুরু করেন এনামুল হক বিজয়। ইনিংসের ১৯তম ওভারেই তুলে নেন সেঞ্চুরি। আর ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন ১২০তম বলে। 

দেড়শ রানের মাইলফলক ছোয়ার পর এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দিকে। তবে ইনিংসের ৪২তম ওভারে প্যাভিলিয়নে ফিরলে ১৮৪ রানেই থামতে হয় তাকে।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’-তে ক্যারিয়ার সেরা ইনিংস খেলতে বিজয় মোকাবিলা করেছেন ১৪২ বল। পুরো ইনিংসে ছিল ১৮ চার এবং ৮ ছক্কা।

বিজয়ের ১৮৪ রানে ভর করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৩৮৮ রান। প্রাইম ব্যাংকের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে জয় পেল শেখ জামাল-মোহামেডান

ঢাকা লিগে জয় পেল শেখ জামাল-মোহামেডান

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ডিপিএলে সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়

ডিপিএলে সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়