উমর গুলের পর আফগান কোচিং প্যানেলে ইউনিস খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৩ এপ্রিল ২০২২
উমর গুলের পর আফগান কোচিং প্যানেলে ইউনিস খান

দিন দুয়েক আগেই উমর গুল এক টুইট বার্তায় জানিয়েছিলেন আফগানিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন। তখনই গুঞ্জন উঠেছিল ইউনিস খানের উপর উঠতে পারে ব্যাটিং কোচের দায়িত্ব। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। আফগানিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন ইউনিস খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই আফগানিস্তান দলের কোচিং প্যানেলে আসে পরিবর্তন। হেড কোচ ল্যান্স ক্লুজনারের পর বোলিং কোচ শন টেইট নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপরেই নতুন কোচের খোঁজে ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

নতুন হেড কোচ হিসেবে গ্রাহাম থর্পকে নিয়োগ দিয়েছে এসিবি। আর বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন উমর গুল। ব্যাটিং পরামর্শক হিসেবে ইউনিস খানের উপর ভরসা রেখেছে দলটি।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইউনিস খান। এরপর থেকেই কোচিং পেশায় জড়িয়ে পড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। কাজ করেছে পাকিস্তান জাতীয় দলের সাথে। সেখানে দুই বছরের চুক্তি থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে মনোমালিন্য তৈরি হওয়ায় ছয় মাস পরেই দায়িত্ব ছেড়ে দেন।

এদিকে ২০২০ সালে ক্রিকেটকে বিদায় জানান উমর গুল। এরপর দায়িত্ব নেন পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের। এছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং কাশ্মীর প্রিমিয়ার লিগেও কাজ করেছেন তিনি।

উমর গুল এবং ইউনিস খানের কেউই আফগানিস্তান দলের পূর্ণকালীন দায়িত্ব নিচ্ছেন না। চলতি বছর অনুষ্ঠিতব্য বিভিন্ন সিরিজকে সামনে রেখে আবুধাবিতে ১৫ দিনের ক্যাম্প করবে আফগানিস্তান দল। সেখানেই কাজ করবেন পাকিস্তানের এই দুই কিংবদন্তি ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

আফগানদের নতুন বোলিং কোচ উমর গুল

আফগানদের নতুন বোলিং কোচ উমর গুল

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ