বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২২
বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

বর্তমান সময়ের ফাস্ট বোলারদের একটা তালিকা করা হলে সেখানে সেরা তিনেই থাকবেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন আফ্রিদি। দিন দিন নিজেকে ছাড়িয়ে যাওয়া শাহীনকে আরও এক ধাপ এগিয়ে রাখলেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। বাবরের চোখে এই মুহূর্তে শাহীন আফ্রিদিই বিশ্বের সেরা বোলার।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা বাবর বলেছেন, শাহীন আফ্রিফির বর্তমান যে ফর্ম, তাতে ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে সেরা দশের তালিকায় অনায়াসে তার নাম তুলে দেয়া যায়। বাবর বলেন, ‘সে (শাহীন) যেভাবে পারফর্ম করে, তাতে সে আরও এগিয়ে যাবে।’

শাহীন সব ফরম্যাটেই ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লাহোরে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবর বলেছিলেন যে, এমন পরিশ্রমী এবং প্রতিভাবান বোলার পেয়ে তিনি ভাগ্যবান।

বর্তমান সময়ের সেরা এই ব্যাটার আরও বলেন, ‘আমার চোখে শাহীন এক নম্বর বোলার। কোনো সন্দেহ ছাড়াই সে র‍্যাংকিংয়েও প্রথম স্থানে থাকবে। দিন দিন সে দুর্দান্ত পারফর্ম্যান্স করে যাচ্ছে।’

শাহীনের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের গুরুত্ব নিয়েও কথা বলেছেন বাবর। অজিদের পাকিস্তান সফর ক্রিকেটের বাকি দলগুলোকেও পাকিস্তান সফরে রাজি করাবে বলেই বিশ্বাস করেন পাকিস্তান অধিনায়ক।

বাবর বলেন, ‘পুরো সিরিজ জুড়ে দর্শকদের ভিড় ছিল অসাধারণ। ঘরের মাটিতে বড় তারকাদের দেখা সবসময়ই ইতিবাচক। অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে আসাটা অন্যান্য দলের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বের বাকি দলগুলোও আসবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

ছেলেকে ক্রিকেটার হতে দিতে চান না সরফরাজ

ছেলেকে ক্রিকেটার হতে দিতে চান না সরফরাজ