অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৩ এপ্রিল ২০২২
অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগেই পাকিস্তানি অলরাউন্ডার হাসান আলি জানিয়েছিলেন, সতীর্থ জেমস অ্যান্ডারসন থেকে কিছু শিখতে চান তিনি। অবশেষে মাঠে নেমে ছয় উইকেট শিকার করে অ্যান্ডারসনের হাততালি পেয়ে আনন্দে ‘আপ্লুত’ হলেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেছিলেন হাসান। পরের ম্যাচে আগের পারফর্ম্যান্সও ছাড়িয়ে গেলেন তিনি। এবার এক ইনিংসেই নিলেন ৬ উইকেট। তার অর্জনে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের সফলতম পেসারের কাছ থেকে প্রশংসা পেয়ে খুব খুশি ২৭ বছর বয়সী এই ফাস্ট বোলার।

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর হাসান বলেছিলেন, অ্যান্ডারসনের কাছ থেকে শিখে নিতে তার আর তর সইছে না। ইংলিশ কিংবদন্তির সঙ্গে প্রথমবার মাঠে নেমেই দারুণ পারফরম্যান্সে দিনটা নিজের করে নিলেন তিনি। গ্লুস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৭ রানে নিয়েছেন ৬ উইকেট।

এর আগে কাউন্টিতে নিজের প্রথম ম্যাচেই কেন্টের বিপক্ষে ৪৩ ওভার বোলিং করে ১১ মেডেনে ৯৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। সেই ম্যাচে অবশ্য খেলেননি অ্যান্ডারসন। গ্লুস্টারশায়ারের বিপক্ষে দিনের খেলা শেষে ল্যাঙ্কাশায়ারের টুইটারে ভিডিও বার্তায় কথা বলেন হাসান।

ভিডিও বার্তায় এই ফাস্ট বোলার বলেন, ‘পাঁচ উইকেট নেওয়া একজন ফাস্ট বোলারের জন্য সব সময়ই বিশেষ কিছু। আর এটি আমার জন্য খুবই স্পেশাল, বিশেষ করে গ্রেট জিমি ভাইয়ের সঙ্গে বোলিং করার জন্য। মনে আছে, যখন আমি মাঠ ছাড়ছিলাম, তিনি আমার জন্য হাততালি দিচ্ছিলেন।’

অ্যান্ডারসনের পাশে বোলিং করতে শুরুতে কিছুটা স্নায়ুচাপে ভুগছিলেন বলেও জানালেন হাসান। তবে সময়ের সাথে তার উৎসাহ পেয়ে সেটা কাতিয়ে উঠেছেন। তিনি বলেন, ‘তার সঙ্গে বোলিং করতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে তিনি আমাকে সমর্থন ও আমাকে উৎসাহ জুগিয়েছেন।”

ইংল্যান্ড টেস্ট দল থেকে বাদ পড়ার পর এই ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরলেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ৩০ রান দিয়েও তিনি কোনো উইকেট পাননি। তবে ১৬ ওভারের ৭টি মেডেন নিয়ে রান খরচের বেলায় ছিলেন অত্যন্ত কৃপণ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

‘শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ’

‘শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ’