ম‍্যাথিউসকে ফেরানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৬ মে ২০২২
ম‍্যাথিউসকে ফেরানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুইবার জীবন পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে প্রথমবার সেঞ্চুরি হাঁকানো শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দ্বিতীয় দিনেও অবিশ্বাস্যভাবে আরও একবার বেঁচে গেলেন তিনি। ফিল্ড আম্পায়ারের কাছে ধরা না পড়া ক্যাচে আবেদন করেননি বাংলাদেশের কেউ। দিনের শুরুতে নতুন জীবন পেয়ে ইনিংস বড় করছেন ম্যাথিউস।

সোমবার (১৬ মে) দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে সৈয়দ খালেদ আহমেদের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক মমিনুল হক। ওই ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেননি স্বাগতিকরা।

খালেদের লেংথ বলে খোঁচা মেরেছিলেন ম্যাথিউস। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন কুমার দাসের হাতে। তবে কেউ বুঝতেই পারেনি বলটি যে ম্যাথিউসের ব্যাট স্পর্শ করেছিল। আম্পায়ার কোন সাড়া না দিলেও কিপার লিটন কিংবা বোলার খালেদও কোন কিছুই বলেননি। বুঝতেই না পারায় আবেদন করা তো আরও পরের বিষয়।

আবেদন না করায় সে যাত্রায় বেঁচে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে অবশ্য রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে ধরা পড়ার আগে ম‍্যাথিউসের ব‍্যাটের কানায় ছুঁয়ে গেছে বল! ফলে ১১৯ রানে থাকা লঙ্কান মিডল অর্ডার ব‍্যাটার ম্যাথিউস এক ইনিংসের তৃতীয়বারের মতো জীবন পান।

প্রথম দিন (রোববার) ব্যক্তিগত ৬৯ রানে স্লিপে মাহমুদুল হাসান জয়কে ক‍্যাচ দিয়েই বেঁচে গিয়েছিলেন ম‍্যাথিউস। এবার ক‍্যাচে ধরা পড়েও না বোঝার ‘অপরাধে’ আবারও বাঁচলেন তিনি।

রোববার (১৫ মে) প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম দিনের প্রথম সেশনটি বাংলাদেশের পক্ষে থাকলেও বাকি দুই সেশনে টাইগার বোলারদের শাসন করেছেন লঙ্কান ব্যাটাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

প্রথম সেশন বাংলাদেশের, বাকি দিন শ্রীলঙ্কার

প্রথম সেশন বাংলাদেশের, বাকি দিন শ্রীলঙ্কার