পরামর্শক হিসেবে ঢাকায় গ্যারি কারস্টেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ২০ মে ২০১৮
পরামর্শক হিসেবে ঢাকায় গ্যারি কারস্টেন

টাইগারদের কোচ হিসেবে নয়, বাংলাদেশের কোচ নিয়োগে পরামর্শক হিসেবে ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন। রোববার রাতে ঢাকায় এসেছেন।

ভারতের বিশ্বকাপজয়ী এ কোচ দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন। তাকে বাংলাদেশও চেয়েছিল কোচ হিসেবে। কিন্তু তিনি তাতে রাজি হননি। তবে নতুন কোচ খুঁজে পেতে কারস্টেনেরই স্মরণাপন্ন হয়েছে বিসিসি।

কারস্টেনের ঢাকায় আসার কথা ছিল আইপিএল শেষ হওয়ার পর। তবে আইপিএলে তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিদায় নেয়ায় অনেকটা ফ্রি থাকায় আগেই চলে এসেছেন।

তবে কেন কী কারণে এবং কোন পরিচয়ে গ্যারি কারস্ট্রেন ঢাকা আসলেন? এ প্রশ্ন ক্রিকেট সমর্থকদের মনে। তাদের জন্য তথ্য হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবেই তার ঢাকায় আসা এবং বিসিবি সভাপতি কিছুদিন আগেই এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমরা কারস্টেনের স্মরণাপন্ন হয়েছি। তিনি আমাদের পরামর্শক হিসেবে কাজ করবেন।’

জানা গেছে, বিসিবি সভাপতির কাছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে তিনজন সম্ভাব্য কোচের নাম জানিয়ে রেখেছেন কারস্টেন। তার পরামর্শ নিয়ে হয়তো তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেবে বিসিবি। ওই তিনজন কারা এখনও জানা যায়নি। তবে তাদের মধ্যে দু’জন দক্ষিণ আফ্রিকার এবং একজন ইংল্যান্ডের।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরলেন মোসাদ্দেক, বাদ ইমরুল-তাসকিন

ফিরলেন মোসাদ্দেক, বাদ ইমরুল-তাসকিন

সাকিবদের হারিয়ে প্লে-অফে কলকাতা

সাকিবদের হারিয়ে প্লে-অফে কলকাতা

বিসিবি একাডেমি কাপ : ওঠে আসবে মাশরাফি-সাকিবরা

বিসিবি একাডেমি কাপ : ওঠে আসবে মাশরাফি-সাকিবরা

দিল্লির কাছে হারলো চেন্নাই

দিল্লির কাছে হারলো চেন্নাই