পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০১ জুলাই ২০২২
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

ছেলেদের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার একদিন পরেই নারী ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২-২৩ মৌসুমের জন্য ২০ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পিসিবি। এই তালিকায় রয়েছে তিন নতুন মুখ।

বৃহস্পতিবার (৩০ জুন) পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে পিসিবি। পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদের বেতনও ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কান নারীদের আতিথ্য দিয়েছিল পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের জার্সি পড়ে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তুবা হাসান ও গুল ফিরোজা। এছাড়াও স্কোয়াডে ছিলেন সাদাফ শামস। এই তিনজনকেই কেন্দ্রীয় চুক্তিতে এনেছে পিসিবি।

সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন গুলাম ফাতিমা, ইরাম জাভেদ ও সিদরা আমিন। তাদের বদলি হিসেবেই এসেছেন তুবা হাসান, গুল ফিরোজা ও সাদাফ শামস।

নারী ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে পিসিবি। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে আছেন পাঁচ জন করে ক্রিকেটার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৭ ক্রিকেটার।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটার তালিকা
ক্যাটাগরি ‘এ’- আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ ও নিদা দার।
ক্যাটাগরি ‘বি’- আনাম আমিন, ডায়ান বেগ, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও ওমাইমা সোহেইল।
ক্যাটাগরি ‘সি’-আয়েশা নাসিম, মুনিবা আলি, জাভেরিয়া খান, সিদরা আমিন ও সিদরা নেওয়াজ।
ক্যাটাগরি ‘ডি’- গুলাম ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, কাইনাত ইমতিয়াজ, সাদিয়া ইকবাল, সাদাফ শামস ও তুবা হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ নারী ক্রিকেটার ব্রান্ট

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ নারী ক্রিকেটার ব্রান্ট

ভারতীয় নারী ওয়ানডে অধিনায়ক হারমানপ্রীত

ভারতীয় নারী ওয়ানডে অধিনায়ক হারমানপ্রীত

সিদরা আমিনের সেঞ্চুরি, ওয়ানডে সিরিজও পাকিস্তানি মেয়েদের

সিদরা আমিনের সেঞ্চুরি, ওয়ানডে সিরিজও পাকিস্তানি মেয়েদের