বাংলাদেশের দারুণ বোলিংয়ে চাপে উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ১০ জুলাই ২০২২
বাংলাদেশের দারুণ বোলিংয়ে চাপে উইন্ডিজ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর মাঠে গড়িয়েছে খেলা। টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলারদের সামনে শুরু থেকেই রান তুলতে কষ্ট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোরবোর্ডে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জয়ের সময়ই বলেছিলেন, উইকেটে থাকা আদ্রতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে চান তিনি।

অধিনায়কের সেই কথা রেখেছেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের বোলিংয়ে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ।

ওপেনিংয়ে নামা কাইল মায়ার্স ও তিনে নামা শামারহ ব্রুকস প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশি বোলারদের বাঁধা টপকিয়ে রান তোলাটাই যেন হয়ে উঠেছিল কষ্টসাধ্য। এর মধ্যে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন মায়ার্স।

৩২ রানে দুই উইকেট হারিয়ে ফেলা উইন্ডিজকে আলোর পথে আনতে পারেননি শামারাহ ব্রুকস ও ব্রেন্ডন কিং। উল্টো তাদের দুইজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে আবারও উইন্ডিজ শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার জোড়া শিকারে এই দুইজন ফেরেন প্যাভিলিয়নে।

শাই হোপ গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরলেও মায়ার্স করেন ১০ রান। এছাড়াও ব্রুকসের ব্যাট থেকে আসে ৩৩ রান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সেরা বোলার শরিফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম