ভারতীয় মেয়েদের হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৪৬

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৪
ভারতীয় মেয়েদের হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৪৬

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ১৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফররত ভারতীয় নারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ গড়েছে ভারতীয় নারী দল।

বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেন।

রোববার (২৮ এপ্রিল) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশের মেয়েরা।

ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো করতে থাকে ভারতীয় ব্যাটাররা। ৬১ রানে দ্বিতীয় উইকেট তুলে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ভোগান্তিতে ফেলেন ভারতের দুই ব্যাটার যস্তিকা ভাটিয়া এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর।

যস্তিকা ভাটিয়া ৩৬ এবং হারমানপ্রীত কৌর ৩০ রান করেন। এর আগে শেফালি বর্মা ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। এছাড়া শেষ দিকে রিচা ঘোষ ১৭ বলে ২৩ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে রাবেয়া খান ৩টি এবং মারুফা আক্তার ২টি উইকেট ছাড়াও ফারিহা তৃষ্ণা এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।



শেয়ার করুন :