তৈরি হচ্ছে শোয়েব আখতারের বায়োপিক, নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৫ জুলাই ২০২২
তৈরি হচ্ছে শোয়েব আখতারের বায়োপিক, নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পেসার পাকিস্তানের শোয়েব আখতার। বল হাতে পুরো ক্যারিয়ার জুড়ে ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিল শোয়েব! ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারিও এসেছে তারই হাত থেকে।

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নানা সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে খবরের শিরোনাম হয়েছেন একাধিকবার। 

মাঠ ও মাঠের বাইরে সহ ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনী নিয়ে তৈরি হচ্ছে শোয়েব আক্তারের বায়োপিক। যার নাম দেওয়া হয়েছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।’ ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে শোয়েবের বায়োপিকটি। 

বায়োপিক তৈরি ও মুক্তির তারিখ ইনস্টাগ্রাম একাউন্টে নিশ্চিত করেছেন শোয়েব। সেখানে বায়োপিকের একটি ছোট্ট ট্রেইলারও যোগ করে দিয়েছেন তিনি।

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক রেললাইনে দৌড়াচ্ছেন শোয়েব। আর পিছন থেকে ক্যামেরা তাকে তাড়া করছে। এটা দিয়ে যেন বোঝাতে চাইলেন সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন এই পাকিস্তানি পেস বোলার।

ভিডিওর নিচে শোয়েব বলেন, “খুব সুন্দর একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমার জীবনের গল্প নিয়ে তৈরি হওয়া বায়োপিকের শুরু ঘোষণা করছি।”

একই পোস্টের দ্বিতীয় প্যারায় বলেন, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস-রানিং এগেইন্সট দ্যা ওডস। যদি আপনি মনে করে থাকেন অনেক কিছু জানেন, তাহলে ভুল হচ্ছে।”

 
 
 
View this post on Instagram

A post shared by Shoaib Akhtar (@imshoaibakhtar)

শোয়েব আক্তারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি করছেন মুহাম্মদ ফারাজ কাইসার। ইনস্টাগ্রামে তার ব্যক্তিগত প্রোফাইলে তিনি বলেন, ২০১৬ সালে প্রথম শোয়েব আখতারের বায়োপিক তৈরি করার কথা মাথায় আসে।

ছয় বছরের মাথায় সেই কাজ শুরু করতে পেরে তার স্বপ্ন পূরণ হতে চলেছে বলে মনে করেন তিনি। 

পাকিস্তানের সাদা জার্সিতে ৪৬টি ম্যাচ খেলেছেন শোয়েব আখতার। যেখানে তার নামের পাশে রয়েছে ১৭৮টি উইকেট। অন্যদিকে ১৬৩ ওয়ানডে খেলে ২৪৬ উইকেট শিকার করেছেন শোয়েব। এছাড়া পাকিস্তানের জার্সিতে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। এসময়ে ১৯ উইকেট যোগ হয়েছে তার নামে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

নামিবিয়ায় চারদলীয় টুর্নামেন্টে খেলবে বেঙ্গল-লাহোর কালান্দার্স

নামিবিয়ায় চারদলীয় টুর্নামেন্টে খেলবে বেঙ্গল-লাহোর কালান্দার্স

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

ওয়াকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রমিজ রাজা জুনিয়রের

ওয়াকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রমিজ রাজা জুনিয়রের