জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ৩১ জুলাই ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। নানাভাবে চেষ্টা করেও কিছুতেই রানে ফিরতে পারছেন না এই ব্যাটার। কোহলির এমন অফফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরাও। 

সে কারণেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে কোহলিকে দলে রাখতে চেয়েছিলেন তারা। কিন্তু কোহলি আগেই বলে রেখেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না। 

অন্য সময় হলে হয়তো নির্বচাকরা নিজে থেকেই কোহলিকে রাখতেন না। কিন্তু ভয়াবহ অফফর্মে থাকা কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সিরিজে খেলতে বলেছিলেন নির্বাচকরা। তবে কোহলি সে কথা কানে তোলেননি, জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে বিশ্রামে থাকাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, নির্বাচকদের সঙ্গে কোহলির লম্বা আলোচনা হয়েছে।

টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

সেখানে কোহলি জানিয়েছেন, যেহেতু এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যস্ত সময় পার করবে ভারতীয় ক্রিকেট দল। সেহেতু এই সময়টাতে বিশ্রাম নেওয়াটাই তার কাছে প্রাধান্য পাচ্ছে। 

সাম্প্রতিক সময়ে শুধু ভারতীয় ক্রিকেট নয়, পুরো ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচনার বিষয় কোহলির ফর্ম। সেঞ্চুরিকে করাকে যে ব্যাটার এক সময় সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলেছিলেন, সেই তিনিই এখন রান করতেই হিমশিম খাচ্ছেন।

sportsmail24

এমনকি দলে জায়গা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অধিনায়ক রোহিত শর্মাকে প্রত্যেক ম্যাচ শেষেই কোহলির অফফর্ম নিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এমন অবস্থায় সবাই ভেবেছিল হয়তো ফর্মের কথা চিন্তা করে জিম্বাবুয়ে সফরে যাবেন কোহলি। তবে তিনি নিজে বিশ্রামকেই প্রাধান্য দিলেন। 

জিম্বাবুয়ে সফরে অবশ্য একাধিক নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শিখর ধাওয়ানকে অধিনায়ক করে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান

আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

ধোনিকে ভারতীয় সুপ্রিম কোর্টের নোটিশ!

ধোনিকে ভারতীয় সুপ্রিম কোর্টের নোটিশ!

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের