জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ০১ আগস্ট ২০২২
জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাতের আঙুলের চোট পেয়েছেন প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান। আঙুলের চোটের কারণে এখন তাকে তিন সপ্তাহ সময় মাঠের বাইরে থাকতে হবে। ফলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ এবং পুরো ওয়ানডে সিরিজ তার খেলা হচ্ছে না।

রোববার (৩১ জুলাই) দিনগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তার আর নেতৃত্ব দেওয়া হচ্ছে না।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় তুলে সমতায় ফিরেছে বাংলাদেশ। টস হেরে বাংলাদেশ ফিল্ডিং করতে নামলে একাদশে ফেরা পেসার হাসান মাহমুদের একটি ডেলিভারি গ্লাভসবন্দি করতে গিয়ে তর্জনীতে আঘাত পান সোহান।

সোহানের চোটের বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‍“আমরা একটি এক্স-রে করেছি, যাতে সোহানের তর্জনীতে ফাটল ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। যার কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের থেকে সোহানকে বাইরে থাকতে হবে।”

হেরে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৪২ রান করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ২৬ বলে ১ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও দলকে জিতাতে পারেননি তিনি। এছাড়া চোট পাওয়া দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামতেই হয়নি সোহানে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ছিটকে গেলেও নতুন করে এখনো কারো কাঁধে দায়িত্ব তুলে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মোসাদ্দেক-লিটনে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

মোসাদ্দেক-লিটনে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিথুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিথুন