আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৮ আগস্ট ২০২২
আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কায় এশিয়ার মধ্যে শীর্ষে এখন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে টপকে সবচেয়ে বেশি ছক্কার মালিক বনে গেছেন রোহিত।

৫২৪ ম্যাচে ৪৭৬টি ছক্কা মেরেছেন সাবেক ক্রিকেটার আফ্রিদি। আর রোহিতের দখলে এখন ৪০৯ ম্যাচে ৪৭৭টি ছক্কা। ২৭ টেস্টে ৫২টি, ৩৯৮ ওয়ানডেতে ৩৫১টি ও ৯৯টি টি-টোয়েন্টিতে ৭৩টি ছক্কা মেরেছেন আফ্রিদি। আর ৪৫ টেস্টে ৬৪টি, ২৩৩ ওয়ানডেতে ২৫০টি ও ১৩২টি টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা আছে রোহিতের।

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। সব মিলিয়ে ৪৮৩ ম্যাচে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল।

সর্বশেষ ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কায় তিন ফরম্যাট মিলিয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছক্কার নজির গড়েন রোহিত।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার চিঠিতে জটিল সমস্যায় ভারতীয় ফুটবল, হাতছাড়ার শঙ্কায় বিশ্বকাপ

ফিফার চিঠিতে জটিল সমস্যায় ভারতীয় ফুটবল, হাতছাড়ার শঙ্কায় বিশ্বকাপ

শিরোপা খুঁইয়ে কাঁদলো বাংলাদেশের যুবারা

শিরোপা খুঁইয়ে কাঁদলো বাংলাদেশের যুবারা

ইংল্যান্ড দলে ডাক পেলেন ভারতীয় আরপি সিংয়ের ছেলে

ইংল্যান্ড দলে ডাক পেলেন ভারতীয় আরপি সিংয়ের ছেলে

নারী বিগব্যাশে ব্রিসবেন হিটে খেলবেন পুজা ভাস্ত্রকর

নারী বিগব্যাশে ব্রিসবেন হিটে খেলবেন পুজা ভাস্ত্রকর