নেপালের কোচ হলেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৮ আগস্ট ২০২২
নেপালের কোচ হলেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকর

চলতি বছরের জুলাইয়ে নেপাল জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন পুবুদু দাসানায়েক। মূলত কানাডা জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি এই পদ ছাড়েন। নেপাল দলে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকর।

ভারতের হয়ে ৩৯ টেস্ট ও ১৩০ ওয়ানডে খেলা মনোজ প্রভাকর ভারতীয় দলে হয়ে খেলেছেন ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত।  ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে নাম লেখান কোচিংয়ে।

রঞ্জি ট্রফিতে দিল্লি, রাজস্থান ও উত্তর প্রদেশকে কোচিং করিয়েছেন। এছাড়াও ২০০৮ সালে দিল্লির রঞ্জি ট্রফি দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মনোজ প্রভাকত। 

২০১২ সালে ভারতের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে ২০১৫ সালে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন মনোজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার অধীনেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আফগানিস্তান।

বর্তমানে নেপাল জাতীয় দল আইসিসি সুপার লিগের দ্বিতীয় স্থরে খেলছে। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ৮ জয়ের পর ১১ ম্যাচ হেরেছে। এছাড়াও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিয়াফায়ারে সেমি-ফাইনালে হারায় সুযোগ হারিয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপাল ক্রিকেটের নতুন অধিনায়ক লামিচানে

নেপাল ক্রিকেটের নতুন অধিনায়ক লামিচানে

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

সোহানের আঙুলে অস্ত্রোপচার লাগবে 

সোহানের আঙুলে অস্ত্রোপচার লাগবে