বিসিবিতে আসছেন শ্রীরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২১ আগস্ট ২০২২
বিসিবিতে আসছেন শ্রীরাম

দিন দুয়েক আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। রোববার (২১ আগস্ট) ঢাকায় নেমে সরাসরি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন এই কোচ। সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় কাটাচ্ছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

শুক্রবার (১৯ আগস্ট) শ্রীধরন শ্রীরামকে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানানো হয়, রোববার ঢাকায় পা রাখবেন তিনি। ঢাকায় পা রেখে সরাসরি নিজের কর্মস্থলে আসেন।

রোববার দুপুর তিনটার দিকে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন শ্রীধরন শ্রীরাম। বিসিবিতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কক্ষে প্রাথমিক আলাপ আলোচনা শেষে মধ্যাহ্নভোজ করেন শ্রীরাম।

সোমবার (২২ আগস্ট) বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসবেন শ্রীরাম। সেখানেই নিজের কার্যপরিধি সম্পর্কে জানবেন এই কোচ। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়া দলে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম শ্রীধরন। এছাড়াও আইপিএলের দল পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছিলেন তিনি। আইপিএলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সুবিধার্থে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব ছেড়েছিলেন এই ভারতীয়।

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার এক বিবৃতিতে শ্রীরাম জানিয়েছিলেন বাংলাদেশ দলের সাথে কাজ করতে মুখিয়ে আছেন। বলেন, “আমি ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং উচ্চ পর্যায়ে ৯ বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি।”

এবার শ্রীধরনের অপেক্ষার পালা শেষ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই দলের সাথে কাজ শুরু করবেন শ্রীরাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :