বিশ্বকাপে ‌‘খোলা মন’ নিয়ে যাবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

কোচ ও অধিনায়ক পরিবর্তন করে এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন পথচলা শুরুর কথা বললেও ব্যর্থতাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। এবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে একই ফরম্যাটের বিশ্বকাপে লক্ষ্যস্থির করতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের চাপমুক্ত রাখতে ‘খোলা মন’ নিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপকে সামনে রেখে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শ্রীধরন শ্রীরামের নেতৃত্বে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ। যদিও তার আগেই ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা।

শনিবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানেই নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুল বাশার সুমন বলেন, “বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। এমন না যে বিশ্বকাপে আমরা খুব বেশি আশা নিয়ে যাচ্ছি বা গিয়ে অনেক কিছু করতে হবে -এ রকমভাবে আমরা যেতে চাই না, এটা আমার ব্যক্তিগত অভিমত।”

যেকোন আসরেই দলের একটা প্রত্যাশা থাকে। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলকে কোন প্রত্যাশার চাঁদরে না আটাকোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে সুমন বলেন, “বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই, কারণ আমার মনে হয় যে বিশ্বকাপ কঠিন কম্পিটিশন, সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে, সবাই সেরাটা দেওয়ার জন্যই আসে, সেখানে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”

জাতীয় দলের এ নির্বাচক আরও বলেন, “আমার মনে হয় যে, আমরা যদি খোলা মন নিয়ে সেরা খেলাটা খেলতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব। প্রত্যাশার চাপ দিতে চাই না এ বিশ্বকাপে।”

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে তিনজাতির ক্রিকেট টুর্নামেন্টে অংশ বাংলাদেশ। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এ ট্রাইনেশন টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

একাদশে মোস্তাফিজ অটো চয়েজ না: সুজন

একাদশে মোস্তাফিজ অটো চয়েজ না: সুজন