অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেই রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেই রোহিত

প্রথম দুই টেস্টের দল নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দু’টিতে খেলবে ভারত। প্রথম দুই ম্যাচ জিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজের শেষ দুই টেস্টের ন্যায় ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ভারত।

নয়া দিল্লিতে তৃতীয় দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে ভারত। ১ মার্চ থেকে ইন্দোরে সিরিজের তৃতীয় ও ৯ মার্চ থেকে আহমেদাবাদে চতুর্থ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে শুরু করবে দু’দল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক’ কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না রোহিত। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন রোহিতের ডেপুটি হার্ডিক পান্ডিয়া।

শেষ দুই টেস্টের জন্য কোন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি ভারত। ফর্মে ফিরতে লড়াই করছেন বর্তমান সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

তৃতীয় ও চতুর্থ টেস্টে ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকত।

ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকত।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

হামলার শিকার পৃথ্বী শ, তরুণী গ্রেপ্তার

হামলার শিকার পৃথ্বী শ, তরুণী গ্রেপ্তার

মাঠ উপযুক্ত নয়, পাল্টে গেল ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ভেন্যু

মাঠ উপযুক্ত নয়, পাল্টে গেল ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ভেন্যু

উইকেট নাকি ধান ক্ষেতের জমি!

উইকেট নাকি ধান ক্ষেতের জমি!