অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৩ মার্চ ২০২৩
অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

‘বাদ’ নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ সেরা কম্বিনেশন তৈরি করার লক্ষ্যে অন্যান্য খেলোয়াড়দের পরীক্ষা-নিরিক্ষা করতেই মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের বাশার বলেন, “মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে একজন পরীক্ষিত ক্রিকেটার এবং তার দক্ষতার আর পরীক্ষার প্রয়োজন নেই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলতে হলে প্রমাণ করতে হবে না তাকে। কিন্তু অন্য খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করতে হবে।”

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ জাকির হোসেন। এছাড়াও দলে ফিরেছেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী। মাহমুদউল্লাহর জায়গায় ইয়াসিরকে নেওয়া হয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গায় ইয়াসিরকে পরীক্ষা করতে চায় নির্বাচকরা।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭১ রান করেন মাহমুদউল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের বিপদের সময় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পাশাপাশি তার স্ট্রাইক রেট ও বাজে ফিল্ডিংও উদ্বেগের বড় কারণ ছিল।

ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি দলেও নিজের জায়গা হারিয়েছেন তিনি। এবার ওয়ানডে দল থেকে বাদ পড়ায় মাহমুদউল্লাহর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

হাবিবুল বাশার বলেন, “তার (মাহমুদুল্লাহ) জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এ জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছেন মাহমুদউল্লাহ। এটি তার জন্য নতুন কিছু নয়। কিন্তু আমাদের কিছু বিকল্প তৈরি করতে হবে। কারণ আপনি কখনওই জানেন না টুর্নামেন্টের আগে এবং টুর্নামেন্টের মাঝখানে কী হতে পারে। কেউ ইনজুরিতে পড়তে পারে, কারো সমস্যা হতে পারে। তাই কিছু খেলোয়াড়কে প্রস্তুত রাখতে হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ