ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ, সমতায় ফিরলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১১ মে ২০২৩
ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ, সমতায় ফিরলো শ্রীলঙ্কা

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে সেই ব্যাটিং ব্যর্থতায় হারলো নিগার সুলতানার দল। বিপরীতে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ জয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১১ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো করতে পারেনি টাইগ্রেস ব্যাটাররা। ইনিংসের ৯ বল বাকি থাকতেই ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক নারীরা। ফলে ৭ উইকেটের জয় তুলে সিরিজে সমতায় ফিরে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকে ২৮ রান পায় বাংলাদেশ। দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী দলের ব্যাটাররা।

ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে করেন ওপেনার শামিমা সুলতানা এবং সবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আরেত ওপেনার রুবায়া হালদার। এছাড়া মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান।

বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে। প্রথম ম্যাচে অপরাজিত ৭৫ রানের হার না মানা ইনিংস খেলা নিগার সুলতানাও ভালো করতে পারেননি। ১৭ বল খেলে করেন ৭ রান।

সিরিজ রক্ষায় ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা নারী দল। ফাহিমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়েও জয় থেকে আটকানো যায়নি লঙ্কান নারীদের। ৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। বাংলাদেশের পক্ষে বল হাতে ফাহিমা খাতুন ২টি এবং রাবেয়া খান একটি উইকেট শিকার করেন।


শেয়ার করুন :