তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৭ মে ২০২৩
তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে বাংলোদেশের তিনটি ভেন্যুতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রশিদ-নবীরা। তবে সফরের মাঝেই আবার বিরতি দিয়ে ভারত চলে যাবে তারা।

সফরের একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের একমাত্র টেস্টটি মিরপুর শেল-ই-বাংলায় শুরু হবে ১৪ জুন। তার আগে ১০ জুন ঢাকায় পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। ১২ ও ১৩ জনু অনুশীলন করবে রশিদ-নবীরা।

টেস্ট ম্যাচ শেষে ১৯ জুন ভারতে চলে যাবে বাংলাদেশে সফররত আফগানিস্তান ক্রিকেট দল। ঈদুল আজহার পর ১ জুলাই আবার বাংলাদেশে ফিরবে আফগানরা।

এরপর ৫, ৮ এবং ১১ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ৩ ও ৪ জুলাই অনুশীলন করবে তারা।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১২ জুলাই সিলেটে যাবে আফগাানস্তান ক্রিকেট দল। সেখানে ১৩ জুলাই একদিনের অনুশীলন শেষে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ-আফগানিস্তানের পূর্ণাঙ্গ সূচি

একমাত্র টেস্ট   : ১৪-১৮ জুন, মিরপুর।

প্রথম ওয়ানডে  : ৫ জুলাই, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে : ৮ জুলাই, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে : ১১ জুলই, চট্টগ্রাম।

প্রথম টি-টোয়েন্টি  : ১৪ জুলাই, সিলেট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ১৬ জুলাই, সিলেট।


শেয়ার করুন :