এমসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সাঙ্গাকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৩
এমসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সাঙ্গাকারা

মারলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এর ফলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হলেন সাঙ্গাকারা। গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন গ্যাটিং।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবে নিজেকে জড়িয়েছেন তিনি। সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট।

অন্যদিকে, এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।


শেয়ার করুন :