চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৪ আগস্ট ২০১৮
চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা

চাকরি হারাতে যাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) স্টাফরা। চলতি আগস্টের শেষে প্রায় সব স্টাফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নতুন কোন চুক্তি করবে না বোর্ড। নিজেদের আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে। খেলোয়াড়দের চুক্তির বিষয়টি আগামী সপ্তাহে পর্যালোচনা করবে জেডসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আমরা বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। জিম্বাবুয়ের ক্রিকেটকে রক্ষা করতে হলে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আগামী নভেম্বরে ঘরোয়া মৌসুম শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ জিম্বাবুয়ে ক্রিকেট। সে জন্য সংক্ষিপ্ত পরিসরের স্টাফ নিয়োগের প্রয়োজন। দেশটির ক্রিকেটকে সঠিক পথে টিকিয়ে রাখতে জন্য আর্থিক সহায়তা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন> বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করেছে জিম্বাবুয়ে

গত জুনে আইসিসির নেয়া সিদ্ধান্ত মোতাবেক এ বছর তারা জিম্বাবুয়ের জন্য পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা করবে। এর ফলশ্রুতিতে কিছু সংখ্যক খেলোয়াড়ের জন্য তারা আর্থিক সহায়তা দিতে পারবে। যাদের মধ্যে আছেন পাঁচ মাস বেতন না পাওয়া ব্র্যান্ডন টেইলরও।

জিম্বাবুয়ের পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সিরিজে ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সিরিজটি শুরু হবার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা সফর শেষে অক্টোবরে বাংলাদেশ সফরের কথা রয়েছে দলটির।


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক কোহলিকে আরও উন্নতি করতে হবে

অধিনায়ক কোহলিকে আরও উন্নতি করতে হবে

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

শিরোপা জয়ে নতুন যাত্রা শুরু করলেন মেসি

শিরোপা জয়ে নতুন যাত্রা শুরু করলেন মেসি