দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফর উপলক্ষে ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিক নারী দলের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

দক্ষিণ আফ্রিকার সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২-১ জয় পাওয়া ওয়ানডে সিরিজটিও আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার। ঘোষিত ১৬ সদস্য দলের সাথে আরও চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

স্বাগদিক দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টাইগ্রেসদের শুরু হবে মাঠের লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুধুমাত্র দিনের আলোতে অনুষ্ঠিত হবে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচসহ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচও ডে/নাইটের অর্থাৎ ফ্লাডলাইটের আলোতে খেলতে হবে।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জয়ী (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবনা মোস্তারী, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, রিতু মনি, শোরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন , মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই
শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা এবং নিশিতা আক্তার নিশি।

ম্যাচ সূচি
১ম টি-টোয়েন্টি: ০৩ ডিসেম্বর
২য় টি-টোয়েন্টি: ০৬ ডিসেম্বর
৩য় টি-টোয়েন্টি: ০৮ ডিসেম্বর

১ম ওয়ানডে: ১৬ ডিসেম্বর
২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর
৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর।


শেয়ার করুন :