ভারত সিরিজে বাংলাদেশ নারী দলে নতুন মুখ পিংকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
ভারত সিরিজে বাংলাদেশ নারী দলে নতুন মুখ পিংকি

ফাইল ফটো

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ১০ দেশের অংশগ্রহণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এ আসরকে সামনে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।

ভারতীয় নারী দলের সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিয়মিত ক্রিকেটারের পাশাপাশি নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী হাবিবা ইসলাম পিংকি।

ভারতীয় নারী দলের বিপক্ষে সিলেটে ২৮ এপ্রিল থেকে ৯ মে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে আরও ২ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।

দলে নতুন মুখ হিসেবে ডাক পাওয়া পিংকি চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলেছেন।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃঞ্চা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিংকি।

স্ট্যান্ড বাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।


শেয়ার করুন :