হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮
হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

পাকিস্তানের প্রথম শ্রেণীর টুর্নামেন্টের এক ম্যাচে ড্রেসিংরুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে আট ক্রিকেটারকে।

নিয়মানুযায়ী প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ড্রেসিংরুম থেকে গ্যালারি পর্যন্ত সব কিছুই আন্তর্জাতিক মানের হবার কথা। ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হয়েছে ইমরান ফারহাতের মতো তারকা ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে মোট ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন এই তথ্য।

চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ চলছিল ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে হয় তাদের গন্তব্য।

ইসলামাবাদের এই মাঠের দুর্দশা ভিডিও করে টুইটারে করেছেন ৩৬ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটসম্যান। এতে দেখা যায় ড্রেসিংরুমে সিটে জায়গায় জায়গায় রক্তের দাগ। আক্রান্ত এক ক্রিকেটারের ছবিও পোস্ট করেছেন তিনি।

টুইটে ফারহাত লেখেন, ছারপোকার আক্রমণে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

সাসেক্সের সঙ্গে রশিদের চুক্তি, খেলবেন আগামীতেও

সাসেক্সের সঙ্গে রশিদের চুক্তি, খেলবেন আগামীতেও

গাভাস্কারের পর যে রেকর্ড কোহলির

গাভাস্কারের পর যে রেকর্ড কোহলির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের তারিখ জানিয়ে দিলেন কুক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের তারিখ জানিয়ে দিলেন কুক