জাতীয় দল এবং বয়স ভিত্তিক পুরুষ দলের জন্য আলাদা আলাদা নির্বাচক খুঁজছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সিনিয়র পুরুষ, নারী এবং জুনিয়র পুরুষ -তিনটি নির্বাচক কমিটিতেই শূন্য পদ পূরণে আবেদন আহ্বান করেছে বিসিসিআই।
তিনটি নির্বাচক কমিটিতে মোট সাতজন নির্বাচক নিয়োগ দেবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তিন পদেই প্রায় একই যোগ্যতা চাওয়া হয়েছে।
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র পুরুষদের নির্বাচক কমিটিতে দু’জন, নারী নির্বাচক কমিটিতে চারজন এবং জুনিয়র পুরুষ কমিটিতে একজন নতুন সদস্য (নির্বাচক) নিয়োগ দেওয়া হবে বিসিসিআই।
পুরুষ জাতীয় নির্বাচক (দু’জন)
সিনিয়র পুরুষ নির্বাচক কমিটিকে ভারতীয় জাতীয় দলের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং বিসিসিআই কর্তৃক নির্ধারিত অন্যান্য ফরম্যাটের জন্য ক্রিকেটার নির্বাচন করতে হবে।
যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে যোগ্যতা হিসেবে ন্যূনতম ৭ টেস্ট, অথবা ৩০ প্রথম শ্রেণির, অথবা ১০টি ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কমপক্ষে পাঁচ বছর আগে অবসর গ্রহণ করতে হবে এবং বিসিসিআই-এর কোনো ক্রিকেট কমিটিতে ৫ বছর সদস্য পদে থাকা যাবে না।
নারী জাতীয় নির্বাচক (চারজন)
নারী নির্বাচক কমিটির সদস্যরা দেশটির বিভিন্ন ফর্ম্যাট (নারী) এবং বয়স ভিত্তিক দলের (নারী) নির্বাচন তত্ত্বাবধান করবেন। নির্বাচিত নির্বাচকদের এই ভূমিকার মধ্যে কোচ এবং সাপোর্ট স্টাফদের যাচাই, মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করা এবং শক্তিশালী বেঞ্চ শক্তি নিশ্চিত করাও অন্তর্ভুক্ত থাকবে।
যোগ্যতা
ভারতীয় নারী জাতীয় দলের প্রতিনিধিত্বকারী সাবেক ক্রিকেটার হতে হবে। অন্তত ৫ বছর আগে খেলা থেকে অবসর গ্রহণ এবং ৫ বছরের জন্য বিসিসিআইয়ের কোন ক্রিকেট কমিটির সদস্য থাকা যাবে না।
জুনিয়র পুরুষ নির্বাচক (একজন)
জুনিয়র ক্রিকেট কমিটির সদস্য ক্রিকেটারদের ক্যাম্প, ট্যুর এবং টুর্নামেন্টের জন্য বয়স-ভিত্তিক দল (অনূর্ধ্ব-২২ পর্যন্ত) নির্বাচন করবেন। এ ভূমিকার মধ্যে জুনিয়রদের জন্য টুর্নামেন্ট আয়োজন, অধিনায়ক ও সাপোর্ট স্টাফ নিয়োগ এবং যুব খেলোয়াড়দের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রচার করার দায়িত্বও পালন করবেন।
যোগ্যতা
এই পদের জন্য ন্যূনতম ২৫টি প্রথম-শ্রেণির ম্যাচসহ দেশটির সাবেক ক্রিকেটার হতে হবে। এছাড়া ক্রিকেট থেকে কমপক্ষে ৫ বছর আগে অবসর এবং ৫ বছরের জন্য বিসিসিআইয়ের কোন ক্রিকেট কমিটিতে যুক্ত হওয়া যাবে না।
সবগুলো পদের জন্য ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকার নেবে বিসিসিআই।