নেদারল্যান্ডস সিরিজের আগে আইসিসির কর্মশালায় সাত আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ আগস্ট ২০২৫
নেদারল্যান্ডস সিরিজের আগে আইসিসির কর্মশালায় সাত আম্পায়ার

সিলেটে নেদারল্যান্ডস সিরিজে দায়িত্ব পালন করার আগে শ্রীলঙ্কায় আইসিসির ডেভেলপমেন্ট কর্মশালায় যোগ দিয়েছেন বাংলাদেশের সাতজন আম্পায়ার। কর্মশালায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভারত থেকেও আম্পায়াররা যোগ দিয়েছেন।

আইসিসির তালিকাভূক্ত সাতজন বাংলাদেশি আম্পায়ার দুইদিনের এ কর্মশালায় যোগ দিয়েছেন। যার মধ্যে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি এবং মাসুদুর রহমান মুকুলও রয়েছেন।

আম্পায়ারদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কর্মশালা শেষে বুধবার বাংলাদেশের আম্পায়ারদের দেশে ফেরার কথা রয়েছে।

নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার প্যানেলে জেসি

বাংলাদেশে ফিরে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরিচালনার জন্য তারা সিলেট রওয়ানা হবেন। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩১ আগষ্ট। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। সিরিজটিতে তানভীর আহমেদ, মোরশেদ আলী খান এবং মাসুদুর রহমান মুকুল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। জেসি প্রথম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করবেন।



শেয়ার করুন :