নিজেকে এত সস্তা ভাবি না : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮
নিজেকে এত সস্তা ভাবি না : মাশরাফি

ছবি : ক্রিকইনফো

এশিয়া কাপে চলতি আসরে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার এশিয়া কাপের টুর্নামেন্টে ফাইনালে উঠলো বাংলাদেশ। তবে একবারও জেতা হয়নি শিরোপা।

ফাইনালের আগের দিন বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ কোন দলই অনুশীলন করেনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইসিসি ক্রিকেট একাডেমিতে ভারতের হয়ে কথা বলেছেন শিখর ধাওয়ান। আর বিশ্রামে থাকা বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সেখানেই বাংলাদেশের অধিনায়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জানান ফাইনাল ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা। সেখানে বারবার ফাইনালে গিয়ে হারের হতাশা কি এবার কাটাতে পারবে বাংলাদেশ? প্রশ্নকর্তার এমন কথা কেড়ে নিয়ে মাশরাফি বলেন, ‘একটা ট্রফি দিয়ে আমি আমার নিজেকে বিচার করি না। ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি। আসলে নিজেকে আমি এতটা সস্তা ভাবি না।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তি মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না। আমি শুধু ট্রফির জন্য খেলি না। তবে হ্যাঁ, বাংলাদেশের জন্য একটি ট্রফি দরকার।’

বাংলাদেশ খারাপ করলে ধেয়ে আসে কড়া সমালোচনার ঝড়। তেমনি ভালো করলে থাকে না আহ্লাদের সীমা। বাংলাদেশ অধিনায়ক ক্রিকেটীয় বোধ দিয়ে সমস্ত কিছু দেখার বার্তা দিলেন সমর্থকদের। বলেন, ‘বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার। আমার বিশ্বাস হয়তবা কোন একদিন ইনশাল্লাহ বাংলাদেশ পারবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম যারা ক্রিকেটের দিকে আসছে। যারা এখন দলে আছে, যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ খেলছে তারা হয়ত আরও বোস্টআপ হবে। এ ক্ষেত্রে হয়ত বলতে পারেন বাংলাদেশের একটা ট্রফি দরকার। সেটা এখনি বা কাল না হলে সমস্যা সেটা না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি

ফাইনালে আশাবাদি মাশরাফি

ফাইনালে আশাবাদি মাশরাফি

এ বিজয় আমাদের : শেখ হাসিনা

এ বিজয় আমাদের : শেখ হাসিনা

বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান

বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান