দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৯
দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি নিউজে সাক্ষাৎকার দেন সালমান বাট।

স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা হন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে করে আমির ও আসিফ দলে সুযোগ পেলেও কেন সালমান বাটকে কেন জাতীয় দলে দেখা যাচ্ছে না?

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি নিউজে এক সাক্ষাৎকারে সালমান বাট দলে না ফেরার জন্য দোষলেন শহীদ আফ্রিদিকে। 

ওই সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটকে নিতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এমনকি কোচ ওয়াকার ইউনিস তাকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ডাকেন। 

সেখানে ওয়াকার ও ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার তার ফিটনেস সম্পর্কে খোঁজ নেন। নেটে ব্যাটিংও দেখেন। কিন্তু আশা জাগিয়েও সেটা আর হয়ে উঠেনি। তার কারণ তৎকালীন অধিনায়ক শহীদ আফ্রিদির আপত্তি।

আর আফ্রিদির এমন আপত্তির কথা ওয়াকার ইউনিসের কাছ থেকে শুনেছেন বলে দাবি করেন বর্তমানে ৩৫ বছর বয়সী সালমান বাট। পাকিস্তানের সাবেক এই তারকা ওপেনার বলেন, তবে আমি আফ্রিদিকে এটা নিয়ে কিছুই জিজ্ঞেস করিনি। আমি মনে করেছি, ব্যাপারটা ঠিক হবে না।

আমি এটাও জানি না, আফ্রিদির সমস্যাটা কোথায় ছিল। কেউ আমাকে নিয়ে তার কাছে নেতিবাচক মনোভাব তৈরি করেছিল। 

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার

মূল পর্বে আফগানিস্তান,  বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব

মূল পর্বে আফগানিস্তান, বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব

২০১৯ সালের ৮ মাসই বিদেশে কাটাবে বাংলাদেশ দল

২০১৯ সালের ৮ মাসই বিদেশে কাটাবে বাংলাদেশ দল

সিরিজ নিশ্চিত চায় দক্ষিণ আফ্রিকা, সমতায় লক্ষ্য পাকিস্তানের

সিরিজ নিশ্চিত চায় দক্ষিণ আফ্রিকা, সমতায় লক্ষ্য পাকিস্তানের