বিপিএলে ভারতীয় ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯
বিপিএলে ভারতীয় ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

সম্প্রতি ঢাকায় বিপিএল চলাকালে ভারতীয় পাঁচ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ। এবার সিলেট পর্বের প্রথম দিনেই আটক হলেন আরেক ভারতীয় ক্রিকেট জুয়াড়ি।

মঙ্গলবার গ্যালারি থেকে ইমরান বাশার নামের ওই ভারতীয় ক্রিকেট জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মধ্যে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন চৌধুরী।

সূত্রে জানা গেছে, খেলাচলাকালে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারীতে বসে জুয়াড়ি মইনুল মুঠোফোনে দেশের বাইরের জুয়াড়ি চক্রের সাথে যোগাযোগ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে আটক করে। পরে মইনুলকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে সে সত্যতা স্বীকার করে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন চৌধুরী তাকে এক মাসের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ৮ জানুয়ারী মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলাচলাকালে পাঁচ ভারতী জুয়াড়ীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ভারতীয়কে ৪ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

নিজেদের মাটিতে সিলেটের লজ্জার হার

নিজেদের মাটিতে সিলেটের লজ্জার হার

অবশেষে জয়ের মুখ দেখলো মাহমুদউল্লাহর খুলনা

অবশেষে জয়ের মুখ দেখলো মাহমুদউল্লাহর খুলনা

খুলনার শক্তি বাড়াতে মাঠে নামছেন মালিঙ্গা

খুলনার শক্তি বাড়াতে মাঠে নামছেন মালিঙ্গা