আহত সাবেক ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৯
আহত সাবেক ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সৌরভ

মোটারসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভারতের সাবেক ক্রিকেটার জেকব মার্টিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৷ সাবেক এ ক্রিকেটারের পাশে সাহায্যের হাত বাড়ালেন সৌরভ গাঙ্গুলী।

দেশের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেকব মার্টিন ৷ ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ তিনি ২০০১ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন।

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও এরপর তিনি যোগ দেন প্রথম শ্রেণীর ক্রিকেটের কোচিংয়ে ৷ ইউসুফ-ইরফান পাঠানের মতো তারকা ক্রিকেটাররা তৈরি হয়েছেন মার্টিনের হাতেই ৷ তিনি বরোদার সাবেক কোচ হিসিবেও দায়িত্ব পালন করেন।

সম্প্রতি এক মোটারসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেকব মার্টিন। তাকে ভারতের একটি হাসপাতালে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাই চিকিৎসার জন্য বিসিসিআই‘র কাছে সাহায্যের আবেদন করেন তার স্ত্রী।

জেকবের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিসিসিআই পাঁচ রূপি ও বরোদার ক্রিকেট সংস্থা তিন লক্ষ রূপি সাহায্য প্রদান করে। এছাড়াও জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেলরা এগিয়ে এসে দাঁড়িয়েছেন মার্টিনের পরিবারের পাশে।

এর আগে, আহত জেকবকে হাসপাতালে দেখার পর ইউসুফ পাঠান টুইটারে টুইট করে। পরে বিষয়টি  জানাজানি হয়। টুইটে ইউসুফ পাঠান বলেন “ দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি সাবেক ভারতীয় ক্রিকেটার তথা বরোদার সাবেক কোচ জেকব মার্টিন। জেকব ভাই, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।”



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি

অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি

কোহলিকে প্রসংশায় ভাসালেন অসি সাবেক অধিনায়ক

কোহলিকে প্রসংশায় ভাসালেন অসি সাবেক অধিনায়ক

ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার